* জ্যামিতি
১। জ্যামিতি কাকে বলে?
উঃ কোন বস্তুর আকার, আকারের বৈশিষ্ট্য, গুণাবলী, পরিমাপ প্রভৃতি সম্বন্ধে গণিতের
যে শাখা আলোচনা করে তা হল জ্যামিতি।
২। বস্তু কাকে বলে?
উঃ যা আমাদের ইন্দ্রিয়গুলির দ্বারা অনুভব হয় তাকে বস্তু বলে। যেমন বাড়ী, চেয়ার,
টেবিল, জল, গাড়ী, গাছপালা প্রভৃতি।
৩। ঘনবস্তু কাকে বলে?
উঃ যে সকল বস্তু লম্বা, চওড়া ও মোটা হয় তাদের ঘনবস্তু বলা হয়।
৪। সব ঘনবস্তু কী একই ধরণের হয়?
উঃ না। যেমন চেয়ার, বেঞ্চি, খাতা, দাঁড়িপাল্লা, বোর্ড, বাড়ি, ব্যাট, বল প্রভৃতি ভিন্ন ভিন্ন
ঘনবস্তু।
৫। তুমি কী যে সব ঘনবস্তু দেখো তার তালিকা বানাতে পারো?
উঃ হ্যাঁ পারি। যেমন—ইট, বাড়ী, গাছ, আলমারি, কলম, পেনসিল, ট্রেন, জামা, জুতা,
মাটি, পাথর প্রভৃতি ঘন বস্তু।
৬তিল
৬০ তল কাকে বলে?
উঃ আমরা যে বস্তু দেখি তাতে হাত বোলালে কোনটা সমান লাগে, কোনটা বাঁকা লাগে,
কোনটা উঁচু-নিচু লাগে এ সমস্তই ওই বস্তুর তল।
তিল কতরকমের হতে পারে?
উঃ তল তিন রকমের হয় :- (১) সমতল, (২) অসমতল অর্থাৎ যা সমান নয় ও (৩)
বক্রতল।
৮। সমতল কাকে বলে?
উঃ যে বস্তুর গায়ে হাত বোলালে কোন উঁচু-নিচু অনুভব হয় না, সমান মনে হয় তা হচ্ছে
সমতল।
৯। অসমতল কাকে বলে?
উঃ যে বস্তুর গায়ে হাত বোলালে উঁচু-নিচু অনুভব করা যায়, তাকে অসমতল বলে।
যেমন—মাটির ঢেলা, কয়লা, পাথরের টুকরো প্রভৃতি।
১০। বক্রতল কাকে বলে?
উঃ কোন বস্তুর উপর হাত বোলালে উঁচু-নিচু অনুভব হয় না, কিন্তু বাঁকা বাঁকা গোল মত
মনে হয় তাকে বক্রতল বলে। যেমন—ফুটবল, মার্বেলগুলি, ভলিবল, কাপ প্রভৃতি।
১১। জ্যামিতির বিভিন্ন ধরণের ক্ষেত্র ও ঘনবস্তুর নাম লেখ।
(ক) আয়তক্ষেত্র
(খ) বর্গক্ষেত্র
(গ) ত্রিভুজ
(ঘ) বৃত্ত
(ঙ) পিরামিড
(চ) আয়তঘন
(ছ) ঘনক
No comments:
Post a Comment