সরস্বতী পূজা উপলক্ষে নিমন্ত্রণপত্রের একটি খসড়া রচনা করো।
শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ
মহাশয়/মহাশয়া,
আগামী ৩ ফাল্গুন ১৪১৯ বঙ্গাব্দ (ইংরেজি ১৫-২-২০১৩) শুক্রবার শ্রীপঞ্চমা তিথিতে আমরা
আমাদের বিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতী-র আরাধনায় ব্রতী হয়েছি। আপনার সবান্ধব উপস্থিতিতে এই
আয়োজন সার্থক হয়ে উঠুক।
নিবেদন ইতি-
বি. এন. কে. এন. সি. এম. ইনস্টিটিউশনের
ছাত্রছাত্রীবৃন্দ
।। অনুষ্ঠান পঞ্জী।।
পূজারম্ভ ঃ ৩ ফাল্গুন ১৪১৯ সকাল– ৮ টা
পুষ্পাঞ্জলিদান ঃ সকাল– ৯-৩০ টা
প্রসাদ বিতরণ : সকাল – ১০ টা
সন্ধ্যারতি ঃ সন্ধ্যা-৭ টা
দধিকর্মা : ২৮ মাঘ সকাল ৯ টা
শোভাযাত্রা : বিকেল ৫ টা
প্রতিমা নিরঞ্জন ঃ সন্ধ্যা ৭ টা
No comments:
Post a Comment