কবিতার উৎস : কবি দ্বিজেন্দ্রলাল রায় একাধারে তিনি ছিলেন নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তাঁর রচিত " সকল দেশের সেরা " কবিতাটি প্রকৃতপক্ষে একটি গান। তাঁর " গান " কাব্যগ্রন্থ থেকে " সকল দেশের সেরা " সংকলিত হয়েছে।
কবিতার মূলভাব :
ধনধান্য এবং পুষ্পে ভরা এই বসুন্ধরার মাঝে এক দেশ আছে। এই দেশ কবির জন্মভূমি এবং সকল দেশের সেরা। কবির এই স্বদেশ স্বপ্ন দিয়ে তৈরি এবং স্মৃতি দিয়ে ঘেরা। কবির কাছে এই দেশ সকল দেশের রানি। এর চাঁদ , সূর্য , গ্রহ , তারা অতিশয় উজ্জ্বল। এর প্রাকৃতিক সৌন্দর্যও তুলনাহীন। কবি এই দেশের ভৌগলিক অবস্থানকেও কবিতায় তুলে ধরেছেন। এর নদী , পাহাড় , খেত -খামার , বৃক্ষলতা সবই মনোহর। কবি এই দেশ মাতার চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে কৃতার্থ হন। সমগ্র কবিতায় কবি তাঁর স্বদেশভূমির গৌরব কথাকে বাণীমূর্তি দান করেছেন।
No comments:
Post a Comment