Sunday 16 2025

ananda marga school class four অনুশীলনী - ১

সমাধান করঃ

ক) উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি নিড কোচবিহার ষ্টেশন থেকে ৭৩২ জন যাত্রী নিয়ে শিয়ালদহ ষ্টেশন উদ্দেশ্যে রওয়ানা হল। যাত্রা পথে নিউ জলপাইগুড়ি ষ্টেশনে ১৫০ জন যাত্রী নেমে গেল ও ২৫০ জন যাত্রী উঠল। মালদা স্টেশনে ৩০০ জন নেমে গেল ও ৩৩২ জন উঠল। কত জন যাত্রী নিয়ে ট্রেনটি শিয়ালদহ পৌঁছালো?

খ) ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত ২০০ জন ছাত্র-ছাত্রীর প্রত্যেককে ৩ টি করে চকলেট দেওয়া হবে বলে ঠিক করা হল। একটি প্যাকেটে ৫০ টি করে চকলেট থাকলে মোট কত প্যাকেট চকলেট আনা হল?

গ) তোমার দাদা বাজারে যাবার আগে বাবার কাছ থেকে ২৪৫ টাকা ও মা-এর কাছ থেকে ১৫৫ টাকা নিয়ে বাজারে গিয়ে ৩০ টাকা প্রতি লিটার দরে ১০ লিটার কিনে বাকী টাকা দিয়ে ২ টি স্কুল ব্যাগ কিনে আনল। প্রতিটি ব্যাগের দাম নির্ণয় কর।

ঘ) একটি পুরোনো কাঠের সেতুর পাশে লেখা আছে "দূর্বল সেতু ১০ টনের উধের্ব সেতু পারাপার নিষিদ্ধ"। ৩ টন ওজন বিশিষ্ট একটি ট্রাকে ১৫০ বস্তা চাল ভর্তি করা আছে। প্রতিটি বস্তা ৪০ কে.জি করে হ'লেট্রাকটি কি সেতু পার করতে পারবে?

ঙ) দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার সঙ্গে তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গুণফল নির্ণয় কর। এবার তুলনা করে দেখ এই গুণফলটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে ছোটো না বড় ?

No comments:

Post a Comment

Greek civilization exercise answer । Ananda Marga school class 4 history Greek civilization question

1. Answer the following questions: • a) Where was Asia Minor? 👉 Asia Minor was located to the north-west of India. • b) Wha...