ANANDA MARGA SCHOOL
CLASS – 3
হট্টমেলার দেশ
Chapter 15
হট্টমেলার দেশ গল্পের
পনেরো অধ্যায় এর প্রশ্ন উত্তর
অনুশীলনী উত্তর
১. অতি সংক্ষিপ্ত উত্তর লেখ
(ক) অভিজিৎ ও মধুমিতা কার সঙ্গে ভাব করেছিলো?
Answer: অভিজিৎ ও মধুমিতা ভোঁ-ভোঁ-ভোঁ-ভোঁদা মুখুজ্জ্যের সঙ্গে খুব ভাব করেছিলো।
(খ) কে ভোরে হাওয়া খেতে যায়?
Answer: ডাইনী রোজ ভোরে কুলোর হেলিকপ্টারে চড়ে হাওয়া খেতে বেরোয়।
(গ) গুপ্তচরদের কাছ থেকে কী জানা যায়?
Answer: গুপ্তচরদের কাছ থেকে জেনে নেয় কোন্ বনে কোন্ রাজপুত্তুর-রাজকন্যে পথ হারিয়ে ফেলেছে।
(ঘ) কে রাজপুত্র, রাজকন্যাদের ধরে এনেছিল?
Answer: ডাইনী রাজপুত্র, রাজকন্যাদের ধরে এনেছিল।
২. সংক্ষিপ্ত উত্তর লেখ
(ক) ডাইনী সকালে কী খেত?
Answer: ডাইনী সকালে কাঁথির বাদাম-সন্দেশ, মেদিনীপুরের মুগের ডালের জিলিপি, মেদিনীপুরের ক্ষীরখণ্ড, চন্দ্রকোণার খাজা, আর রাধামণির সন্দেশ। প্রত্যেক জিনিসই সে আড়াই শ' মণ করে খায়। এর পরে সে সাত শ' পেয়ালা ক্ষীরের চা খায়।
(খ) ডাইনী দুপুরে কী খেত?
Answer: ডাইনী দুপুরে : দুপুরে সে খায় মিঠা পোলাও, নামকিন পোলাও, ফ্রায়েড রাইস, ফার্সী পোলাও, শুক্তো-ঘণ্ট-শাকসব্জী-এই প্রতিটি জিনিসই এক হাজার মণ করে। এছাড়া বর্দ্ধমানের খাজা, তিল-সন্দেশ, দ'য়ের জিলিপি, উখড়ার বিরাট-আকার জিলিপি, বাঁকুড়ার বিরি ডালের মচমচে জিলিপি, তারকেশ্বরের মোয়া, আর জনাইয়ের মনোহরা-প্রত্যেকটি আড়াই শ' মণ করে। আর সব শেষে খায় আড়াই শ' মণ ওজনের আস্ত ছাগলের ডালনা। খাওয়া-দাওয়ার পরে সাত হাজার মণ ঝুনো নারকোলের জলে আঁচিয়ে নেয়। ঝুনো নারকোলের শাঁসগুলো দিয়ে তৈরী হয় চন্দ্রপুলি।
(গ) ডাইনী রাত্রিবেলায় কী খেত?
Answer: রাত্রিবেলা ডাইনী যা খেত তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
• আড়াইশো মণ হিংয়ের কচুরি।
• আড়াইশো মণ কড়াইশুঁটির কচুরি ও তরকারি।
• ঢাকাই পাতক্ষীর।
• আড়াইশো মণ বহরমপুরের ছানাবড়া।
• আড়াইশো মণ ওজনের আস্ত রুই মাছের কালিয়া।
(ঘ) ডাইনী খাগড়াই ঘটিতে করে কী খেয়েছিল?
Answer: ডাইনী খাগড়াই ঘটিতে করে আড়াই শ' মণ রসগোল্লার রস খেয়েছিল।
৩. রচনাধর্মী উত্তর লেখ
(ক) এই গল্পে হাল্কা খাবার বলতে কী বুঝিয়েছে?
Answer: এই গল্পে হাল্কা খাবার বলতে বোঝানো হয়েছে সেই সব খাবারকে, যা ডাইনী দিনে কয়েকবার অল্প পরিমাণে খায়।
গল্পে ডাইনীর দৈনিক রুটিন বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে সে ভোরে, দুপুরে এবং বিকেলে হাল্কা খাবার খায়। কিন্তু এই হাল্কা খাবারের পরিমাণ বা প্রকার সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে গল্পের অন্য অংশে ডাইনীর সকাল এবং দুপুরের খাবারের যে বিশাল তালিকা দেওয়া হয়েছে (যেমন আড়াই শ’ মণ করে কাঁথির বাদাম-সন্দেশ, মেদিনীপুরের মুগের ডালের জিলিপি, এবং এক হাজার মণ করে মিঠা পোলাও, নামকিন পোলাও ইত্যাদি), তার তুলনায় দিনের অন্যান্য সময়ে খাওয়া খাবারগুলোকে “হাল্কা” বলা হয়েছে।
(খ) ছাগল ও রুইমাছ কীভাবে এসেছিল?
Answer: পাঠ্য অনুযায়ী, ছাগল এবং রুই মাছ কোথা থেকে এসেছিল সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
গল্পের একটি অংশে বলা হয়েছে যে, ভোঁ-ভোঁ-ভোঁ-ভোঁদা মুখুজ্যে ডাইনীর জন্য বিভিন্ন খাবার কোথা থেকে আসে তার ফিরিস্তি দিলেও, ছাগল ও রুই মাছ কোথা থেকে আসে তার হদিস সে দিতে পারেনি।
(গ) কী কারণে রাধাবল্লভী আনা হয়েছিল?
Answer: ভোঁ-ভোঁ-ভোঁ-ভোঁদা মুখুজ্জ্যে মনে করেছিল যে, অন্য মিষ্টি জিনিসগুলি রাধাবল্লভী ছাড়া ভালো লাগবে না এবং মুখ কিটিয়ে যাবে, তাই রাধাবল্লভী আনা হয়েছিল।
(ঘ) ডাক্তারেরা কী বলেছিল?
Answer: ডাক্তারেরা বলেছিল যে, দিনে অন্তত এক হাজার মণ ম-ম-ম-মণ্ডা না খেলে শরীরে বি-বি-বি-বিটামিনের অভাব ঘটে।
অনলাইন ক্লাস, অফলাইন নোটস
যোগাযোগ করুন –
BILTUSIR
+91 7318792545
Whatsapp and telegram
Telegram channel – Biltusir official
YouTube channel – Biltusir official , Biltusir study, Biltusir amps
Website – biltusir.blogspot.com
No comments:
Post a Comment