Monday 26 2026

পারস্পর্শ গল্পের প্রশ্ন উত্তর। Ananda Marga school class 4 পারস্পর্শ গল্পের অনুশীলনী উত্তর। Biltusir official yt channel

ANANDA MARGA SCHOOL
Class-4
পারস্পর্শ
অনুশীলনীর সমাধান
১। দু-একটি বাক্যে উত্তর দাও:
ক) ভজহরি কে?
উত্তর: ভজহরি ছিলেন একজন প্রকান্ড বড় জমিদারবাবুর নবনিযুক্ত পরিচারক।
খ) পারস্পর্শ কাকে বলে?
উত্তর: পরের পর কাজ কীভাবে সাজিয়ে নিতে হয়, সেই বিদ্যাকে বলা হয় ‘পারস্পর্শ।
গ) স্নানের জন্য কী ব্যবস্থার প্রয়োজন?
উত্তর: স্নানের জন্য জল, জলচৌকি, তেল, সাবান এবং শরীর মোছার জন্য গামছা বা তোয়ালের প্রয়োজন।
ঘ) খাওয়ার জন্য কী ব্যবস্থার প্রয়োজন?
উত্তর: খাওয়ার জায়গায় হাত-পাখা রাখা, খাওয়ার পর মুখ ধোয়ার জন্য গাড়ু ও গামছার ব্যবস্থা করা প্রয়োজন।
ঙ) কর্তা বাবুর কী অসুখ করেছিল?
উত্তর: কর্তা বাবুর মাথা ধরেছিল।
চ) দশকর্মের দোকান থেকে ভজহরি কী কিনল?
উত্তর: দশকর্মের দোকান থেকে ভজহরি শ্রাদ্ধ ও পিণ্ডি দেওয়ার উপকরণগুলো কিনল।
২। তিন-চারটি বাক্যে উত্তর লেখো:
ক) ভজহরির বাজার থেকে ফিরতে এত সময় লাগল কেন?
উত্তর: ভজহরি ‘পারস্পর্শ দেখাতে গিয়ে ওষুধ কেনার পাশাপাশি জমিদারবাবুর সম্ভাব্য মৃত্যুর কথা ভেবে শ্মশানের সব আয়োজন করতে শুরু করেছিল। সে কুমোর বাড়ি থেকে হাঁড়ি-কলসী কেনা, পঞ্জি দেখে শ্রাদ্ধের সরঞ্জাম জোগাড় করা এবং গ্রামের লোকদের শ্মশানে যাওয়ার নিমন্ত্রণ দিতে গিয়ে অনেক সময় কাটিয়ে ফেলেছিল।
খ) ভজহরিকে কর্তা বিদায় দিল কেন?
উত্তর: সামান্য মাথা ধরার জন্য ভজহরি কর্তা বাবুর মৃত্যুর আয়োজন (শ্রাদ্ধের সরঞ্জাম, বাঁশ কাটা, লোক ডাকা) করে ফেলেছিল। ভজহরির এই অতি-বুদ্ধি বা বোকামিতে বিরক্ত হয়ে এবং অপয়া কাণ্ড দেখে জমিদারবাবু তাকে কাজ থেকে বিদায় করে দেন।
৩। প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখো:
ক) ‘পারস্পর্শ বলে একটা জিনিস আছে’—কে, কাকে একথা বলেছেন? তিনি পারম্পর্য বিষয়টা কীভাবে বুঝিয়েছেন লেখো।
উত্তর: উদ্ধৃত কথাটি জমিদারবাবু তাঁর চাকর ভজহরিকে বলেছেন। জমিদারবাবু বুঝিয়েছিলেন যে, কোনো একটি মূল কাজের সাথে যুক্ত আনুষঙ্গিক কাজগুলো একের পর এক গুছিয়ে রাখাই হলো পারস্পর্শ যেমন—স্নানের কথা বললে শুধু জল নয়, তেল-সাবান-পিঁড়ি-গামছা সব তৈরি রাখাই হলো কাজের সঠিক শৃঙ্খলা।
খ) ‘তার আর ফিরবার নামটি নেই’—এখানে কার কথা বলা হয়েছে? সে কোথায় গিয়েছিল? তার ফিরবার নামটি নেই কেন?
উত্তর: এখানে ভজহরির কথা বলা হয়েছে। সে বাজার থেকে জমিদারবাবুর মাথা ধরার ওষুধ (ট্যাবলেট) আনতে গিয়েছিল। সে ফিরছিল না কারণ সে ‘পারস্পর্শ অনুযায়ী কর্তার মৃত্যুর পরবর্তী শ্রাদ্ধ-শান্তির প্রস্তুতির জন্য গ্রামে গ্রামে ঘুরে লোক জোগাড় করছিল।
গ) ‘তুইও এখন বিদয় হ’—উক্তিটির বক্তা কে? কাকে একথা বলা হয়েছে? বক্তা তাকে বিদায় হতে বললেন কেন?
উত্তর: উক্তিটির বক্তা জমিদারবাবু। তিনি তাঁর পরিচারক ভজহরিকে এ কথা বলেছেন। ভজহরি কর্তার সামান্য মাথা ধরাতেই তাঁর পারলৌকিক ক্রিয়া বা শ্রাদ্ধের সব আয়োজন সম্পন্ন করে ফেলেছিল, যা অত্যন্ত অমঙ্গলজনক। ভজহরির এই চরম বোকামির কারণেই জমিদারবাবু তাকে বিদায় হতে বলেন।
৪। বক্তা কে লেখো:
ক) “ওরে ভজা, আমার চানের ব্যবস্থাটা করে দে।” — জমিদারবাবু।
খ) “এত শীতের রাতে আমরা যেতে পারবো না।” — গ্রামের লোকজন।
গ) “তোর ‘পারস্পর্শ বেশ ভালোই হয়েছে।” — জমিদারবাবু।
ঘ) “তা কর্তা, এতক্ষণে সবাইকে পেলুম আর দৌড়তে দৌড়তে এলুম।” — ভজহরি।
ঙ) “একটা কথা মন দিয়ে শোন্।” — জমিদারবাবু।
৬। অংশগুলি জুড়ে বাক্য তৈরি করো (বাম দিকের সাথে ডান দিক মিলানো):
ভজহরি ওষুধের দোকান থেকে ট্যাবলেট কিনে আনলে।
ভজহরি কুমোর বাড়িতে গিয়ে হাঁড়ি-কলসী কিনলে।
ভজহরি দশকর্মের দোকান থেকে শ্রাদ্ধের জিনিস কিনলে।
ভজহরি ভালোভাবেই পারস্পর্শ শিখেছিল।
ভজহরি কর্তার সৎকারের জন্য সকলকে ডেকে আনলে।
৭। বর্ণ বিশ্লেষণ করো:
কর্তাবাবু: ক্ + অ + র্ + ত্ + আ + ব্ + আ + ব্ + উ
পারস্পর্শ: প্ + আ + র্ + আ + ম্ + প্ + অ + র্ + শ + অ
ট্যাবলেট: ট্ + য্ + আ + ব্ + ল্ + এ + ট্ + অ
দশকর্ম: দ্ + অ + শ্ + অ + ক্ + অ + র্ + ম্ + অ
প্রকাণ্ড: প্ + র্ + অ + ক্ + আ + ন্ + ড্ + অ
৮। বচন লেখো:
ক) জমিদারবাবু: একবচন।
খ) বালতি: একবচন (কয়েকটি বালতি বললে বহুবচন হতো, এখানে নির্দেশ অনুযায়ী একবচন)।
গ) বাঁশ: একবচন।
ঘ) তারা: বহুবচন।
ঙ) সবাই-কে: বহুবচন।
১০। সঠিক উত্তরের জন্য ‘✓’ আর ভুল উত্তরের পাশে ‘×’ চিহ্ন দাও:
ক) পরের পর কাজ সাজিয়ে নেওয়ার বিদ্যাকে বলে ‘পারস্পর্শ’। (✓)
খ) জমিদারবাবু শুনে বললেন, “তোর পারস্পর্শ বেশ ভালোই হয়েছে।” (✓) (ব্যঙ্গ করে বলেছিলেন)।
গ) ভজহরি ট্যাবলেট নিয়ে সন্ধ্যায় ফিরে এল। (×) (সে পরের দিন সকাল ৯টায় ফিরেছিল)।
ঘ) ভজহরি ট্যাবলেট আনতে ভুলে গিয়েছিল। (×) (সে ট্যাবলেট কিনেছিল, কিন্তু ফিরতে দেরি করেছিল)।
ঙ) “আমাদের কত্তাবাবু আর নেই, তাঁর সৎকারের জন্য আপনাদের আসতে হবে।” (✓)
১১। পৃথক পৃথক অর্থ লিখে বাক্য রচনা করো:
মন: (অন্তর) – পড়াশোনায় মন দেওয়া উচিত।
মণ: (ওজনের একক) – তিনি এক মণ চাল কিনলেন।
সেজে: (সাজগোজ করে) – মেয়েটি আজ খুব সুন্দর সেজেছে।
সেজে: (তৈরি করে) – ভজহরি তামাক সেজে রাখল।
কেটে: (ছিন্ন করা) – ছুরি দিয়ে ফলটি কেটে দাও।
কেটে: (অতিবাহিত হওয়া) – হাসিখুশিতে দিনগুলো কেটে গেল।
কাল: (সময়/আগামী দিন) – কাল আমরা বনভোজনে যাব।
কাল: (বিপদ/যম) – লোভই মানুষের কাল হয়।
বেশ: (পোশাক) – সন্ন্যাসীর বেশ ধারণ করা সহজ নয়।
বেশ: (চমৎকার) – সিনেমাটি বেশ ভালো লেগেছে।
১২। বিশেষ্যের আগে উপযুক্ত বিশেষণ বসাও:
চচ্চড়ে রোদ
অনেক লোক
প্রকাণ্ড/বড় বাবু
জ্বালানী কাঠ
শীতের রাত
পানীয় জল
অনলাইন ক্লাস, অফলাইন নোটস
যোগাযোগ করুন –
BILTUSIR
+91 7318792545
Whatsapp and telegram
Telegram channel – Biltusir official
YouTube channel – Biltusir official , Biltusir study, Biltusir amps
Website – biltusir.blogspot.com

No comments:

Post a Comment

পারস্পর্শ গল্পের প্রশ্ন উত্তর। Ananda Marga school class 4 পারস্পর্শ গল্পের অনুশীলনী উত্তর। Biltusir official yt channel

ANANDA MARGA SCHOOL Class-4 পারস্পর্শ অনুশীলনীর সমাধান ১। দু-একটি বাক্যে উত্তর দাও: ক) ভজহরি কে? উত্তর: ভজহরি ছিলেন ...