তৃতীয় শ্রেণির ভূগোল প্রশ্ন ।। Geography question class 3 Ananda marga school class 3
পূর্ণমান-৫০
আদর্শ প্রশ্নপত্র : নমুনা প্রশ্ন ১
তৃতীয় শ্রেণি—আমাদের ভূগোল
১। সংক্ষিপ্ত উত্তর দাও :-
(ক) ভূগোল কাকে বলে?
(খ) কে প্রথম চাঁদে পা রাখেন?
(গ) পৃথিবীর আকৃতি কেমন?
(ঘ) সৌরজগৎ কাকে বলে?
(ঙ) সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
২। শূন্যস্থান পুরণ করো :-
(ক) পৃথিবীর একমাত্র উপগ্রহ ______।
(খ) ভূ শব্দের অর্থ ________।
(গ) পৃথিবীর তিন ভাগ______।
(ঘ) এই _______ আমরা বাস করি।
(ঙ) সূর্যের সবচেয়ে দূরের গ্রহ ______।
৩। বন্ধনী থেকে ঠিক উত্তর নিয়ে শূন্যস্থানে বসাও :--
(ক) মানচিত্রে নীল রঙ দ্বারা চিহ্নিত অংশ____। (স্থলভাগ / জলভাগ)।
(খ) ভারত এশিয়া মহাদেশের____ অবস্থিত। (উত্তরে / দক্ষিণে)
(গ) দিনের বেলা আমরা আকাশে_____ দেখি। (চাঁদ / সূর্য)।
(ঘ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ ___। (শনি/বুধ)।
(ঙ) বেলা যত বাড়ে তাপ তত____। (কমে / বাড়ে)
৪। নীচে দাগ দেওয়া অংশটি শুদ্ধ করো :-
(ক) ইউরোপ সবচেয়ে বড়ো মহাদেশ।
(খ) পৃথিবী অনবরত লাট্টুর মতো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে।
(গ) পৃথিবী একটি উপগ্রহ।
(ঘ) সূর্য পৃথিবীর সবচেয়ে দুরের নক্ষত্র।
(ঙ) পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড।
৫। প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) গ্রহ কয়টি ও কী কী?
(খ) মহাদেশ কয়টি ও কী কী?
(গ) সূর্য কী? সূর্য থেকে আমরা কী কী পাই ?
No comments:
Post a Comment