Wednesday 25 2023

Class 3 geography question and answer

Ananda marga school class 3 geography question and answer 


সম্ভাব্য প্রশ্নাবলী
১। প্রশ্ন : ভূগোল শব্দের অর্থ কী?
উত্তর : ভূগোল শব্দের অর্থ গোলাকার পৃথিবী।
২। প্রশ্ন : কে প্রথম চাঁদে নেমেছিলেন?
উত্তর : নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন প্রথম চাদে নেমেছিলেন।
৩। প্রশ্ন : কোন্ বিজ্ঞানী রকেটে করে পৃথিবী ঘুরে আসেন?
উত্তর : রাশিয়ার বিজ্ঞানী ইউরী গ্যাগারিন ১৯৬১ সালে রকেটে করে পৃথিবী ঘুরে আসেন।
৪। প্রশ্ন : পৃথিবীর কত ভাগ জল ও কত ভাগ স্থল?
উত্তর : পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল।
৫। প্রশ্ন : মহাসাগর কয়টি ও কী কী?
উত্তর : মহাসাগর ৫টি যথা – (১) প্রশান্ত মহাসাগর, (২) অতলান্তিক মহাসাগর, (৩) ভারত মহাসাগর, (৪)
সুমেরু মহাসাগর ও (৫) কুমেরু মহাসাগর
৬। প্রশ্ন : সবচেয়ে বড়ো মহাসাগর কোনটি?
উত্তর : সবচেয়ে বড়ো মহাসাগর প্রশান্ত মহাসাগর।
৭। প্রশ্ন : মহাদেশ কয়টি ও কী কী?
উত্তর : মহাদেশ ৭টি যথা (১) এশিয়া, (২) আফ্রিকা, (৩) উত্তর আমেরিকা, (৪) দক্ষিণ আমেরিকা, (৫)
ইউরোপ,
(৬) অস্ট্রেলিয়া, (৭) আন্টার্কটিকা।
৮। প্রশ্ন : সবচেয়ে ছোটো মহাদেশ কোনটি?
উত্তর : সবচেয়ে ছোটো মহাদেশ আন্টার্কটিকা।
৯। প্রশ্ন : ভারত কোন্ মহাদেশে অবস্থিত?
উত্তর : ভারত এশিয়া মহাদেশে অবস্থিত।
১০। প্রশ্ন : ভারতকে উপমহাদেশ বলা হয় কেন?
উত্তর : ভারতের বিশাল আকৃতি ও নানা বৈচিত্র্যের জন্য ভারতকে উপমহাদেশ বলা হয়।
১১। প্রশ্ন : সূর্য কী?
উত্তর : সূর্য প্রকাণ্ড একটি আগুনের গোলা।
১২। প্রশ্ন : সূর্য থেকে আমরা কী পাই?
উত্তর : সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই।
১৩। প্রশ্ন : পৃথিবী কীভাবে ঘুরছে?
উত্তর : পৃথিবীর সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে।
১৪। প্রশ্ন : পৃথিবীর আকৃতি কেমন?
উত্তর : পৃথিবী আকৃতি কমলালেবুর মতো গোল।
১৫। প্রশ্ন : গ্রহ কয়টি ও কী কী?
উত্তর : গ্রহ আটটি। যথা—বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
১৬। প্রশ্ন : সৌরজগৎ কাকে বলে?
উত্তর : সূর্য ও তার আটটি গ্রহকে একত্রে সৌরজগৎ বলে।
১৭। প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কী?
উত্তর : সূর্য পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র।

Our YouTube Channel : Biltusir official 

১৮। প্রশ্ন : সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি?
উত্তর : সূর্যের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন।
১৯। প্রশ্ন : সূর্য পৃথিবী থেকে কত বড়ো?
উত্তর : সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়ো।
২০। প্রশ্ন : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।
২১। প্রশ্ন : চাঁদ কী?
উত্তর : চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ।
২২। প্রশ্ন : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,০০০ কিলোমিটার।
সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
২৩। প্রশ্ন :
উত্তর :
সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড সময় লাগে।
২৪। প্রশ্ন : নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর : নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৪ ঘণ্টা সময় লাগে।
২৫। প্রশ্ন : বাষ্পীভবন কাকে বলে?
উত্তর : তাপের ফলে জল বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে।
২৬। প্রশ্ন : ঘনীভবন কাকে বলে?
উত্তর :
২৭। প্রশ্ন :
মেঘ কাকে বলে?
উত্তর : জলীয় বাষ্প ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ধোঁয়ার আকৃতি নেয়।
জলীয় বাষ্প ঠান্ডা হলে জলকণায় পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে।
একে মেঘ বলে।
২৮। প্রশ্ন :
বেশি জল আমরা কোথা থেকে পাই?
উত্তর :
বেশি জল আমরা বৃষ্টি থেকে পাই।
২৯। প্রশ্ন :
বৃষ্টি কম হলে কী হয়?
উত্তর :
বৃষ্টি কম হলে খরা দেখা দেয়।
৩০। প্রশ্ন :
সূর্যের আলোয় উদ্ভিদ কী করে?
উত্তর :
সূর্যের আলোয় উদ্ভিদ খাদ্য তৈরি করে।
৩১। প্রশ্ন : কী কী উপায়ে আমরা দিক নির্ণয় করতে পারি?
উত্তর : সূর্য, ধ্রুবতারা, কম্পাস ও বায়ু নিশান যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয়।
৩২। প্রশ্ন : প্রধান দিক কয়টি ও কী কী?
উত্তর : প্রধান দিক চারটি। যথা—পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ।
৩৩। প্রশ্ন :
কত দিনে এক সপ্তাহ?
উত্তর :
সাত দিনে এক সপ্তাহ।
৩৪। প্রশ্ন :
উত্তর :
৩৫। প্রশ্ন :
উত্তর :
কত দিনে এক মাস?
৩০ দিনে এক মাস।
কত সপ্তাহে এক বছর?
৫২ সপ্তাহে এক বছর।
৩৬। প্রশ্ন : কত দিনে এক বছর?
উত্তর : ৩৬৫ দিনে এক বছর।
৩৭। প্রশ্ন : ঋতু কয়টি ও কী কী?
উত্তর :
৩৮। প্রশ্ন :
ঋতু ছয়টি। যথা—গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
পরিবেশ কাকে বলে?
উত্তর : আমরা যেখানে বাস করি তার চারিধারের গাছপালা, নদনদী, বাড়িঘর ইত্যাদিকে পরিবেশ বলে।
৩৯। প্রশ্ন : প্রাকৃতিক পরিবেশ কী কী নিয়ে গড়ে ওঠে?
উত্তর : আকাশ, বাতাস, পাহাড়, নদী, পুকুর, খাল, বিল, গাছপালা, জীবজন্তু, মাঠঘাট ইত্যাদি নিয়ে প্রাকৃতিক
পরিবেশ গড়ে ওঠে।
৪০। প্রশ্ন : পরিবেশের ভারসাম্য নষ্ট হয় কেন?
উত্তর : পরিবেশ দূষিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
৪১। প্রশ্ন : উদ্ভিদের খাদ্য তৈরি করতে কোন্ গ্যাস প্রয়োজন?
উত্তর : উদ্ভিদের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন।
৪২। প্রশ্ন : মানুষ শ্বাসকার্য চালাতে কোন্ গ্যাস গ্রহণ করে।
উত্তর : মানুষ শ্বাসকার্য চালাতে অক্সিজেন গ্যাস গ্রহণ করে।
৪৩। প্রশ্ন : বাতাসে অক্সিজেনের যোগান কে দেয়?
উত্তর : বাতাসে অক্সিজেনের যোগান গাছপালা বা উদ্ভিদ দেয়।
৪৪। প্রশ্ন : দূষণ সবচেয়ে বেশি কোথায়?
উত্তর : দূষণ সবচেয়ে বেশি হয় শহরের শিল্পাঞ্চলে।
৪৫। প্রশ্ন :
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর :
৪৬। প্রশ্ন :
উত্তর :
৪৭। প্রশ্ন :
উত্তর :
৪৮। প্রশ্ন :
কোন্ জল পান করা উচিত?
উত্তর : বিশুদ্ধ জল পান করা উচিত।
৪৯। প্রশ্ন :
উত্তর :
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
জল কী কী ভাবে দূষিত হয়?
গোরু মোষের গা ধোয়ালে, বাড়ির বা কারখানার দূষিত জল পুকুরে ফেললে জল দূষিত হয়।
দূষিত জল পেটে গেলে কী কী রোগ হয়?
দূষিত জল পেটে গেলে কলেরা, আমাশয় ইত্যাদি রোগ হয়।
৫০। প্রশ্ন :
উত্তর :
শব্দ কীভাবে দুষিত হয়?
৫৩। প্রশ্ন :
উচ্চৈম্বরে মাইক বাজালে, বাজি ফাটালে, গাড়ির যন্ত্র ও গাড়ির হর্নের আওয়াজে শব্দ দুষিত হয়।
পাড়া কী নিয়ে গড়ে ওঠে?
পাশাপাশি কয়েকটি বাড়ি নিয়ে পাড়া গড়ে ওঠে।
৫১। প্রশ্ন :
দেশ কী নিয়ে গড়ে ওঠে?
উত্তর : কতকগুলি ছোটো বড়ো রাজ্য নিয়ে দেশ গড়ে ওঠে।
৫২। প্রশ্ন : মহাদেশ কী নিয়ে গড়ে ওঠে?
উত্তর : ছোটো বড়ো কতকগুলি দেশ নিয়ে মহাদেশ গড়ে ওঠে।
থর মরুভূমি কোন্ রাজ্যে অবস্থিত?
থর মরুভূমি রাজস্থান রাজ্যে অবস্থিত।
উত্তর :
৫৪। প্রশ্ন :
পৃথিবীতে আয়তনে ভারতের স্থান কত?
উত্তর : পৃথিবীতে আয়তনে ভারতের স্থান সপ্তম।
৫৫। প্রশ্ন : বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?
উত্তর : বর্তমানে পশ্চিমবঙ্গে ২৩টি জেলা আছে।

৫৬। প্রশ্ন : পশ্চিমবঙ্গের আয়তন কত?
উত্তর : পশ্চিমবঙ্গের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গ কি.মি.।
৫৭। প্রশ্ন : ভূ-প্রকৃতি বলতে কী বোঝায়?
উত্তর : ভূ-প্রকৃতি বলতে মাটির অবস্থাকে বোঝায়।
৫৮। প্রশ্ন :
উত্তর :
পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?
পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা।
৫৯। প্রশ্ন :
উত্তর :
পার্বত্য অঞ্চলের নদীগুলিতে সারা বছর জল থাকে কেন?
পার্বত অঞ্চলের নদীগুলি হিমালয়ের বরফগলা জলে পুষ্ট তাই সারা বছর জল থাকে।
কোথাকার অধিবাসীরা বেশি পরিশ্রমী ও কষ্টসহিষ্ণু?
৬০। প্রশ্ন :
উত্তর :
পার্বত্য অঞ্চলের অধিবাসীরা বেশি পরিশ্রমী ও কষ্টসহিষ্ণু।
৬১। প্রশ্ন :
কোথাকার চা স্বাদে ও গন্ধে জগৎ বিখ্যাত?
উত্তর : দার্জিলিং-এর চা স্বাদে ও গদ্ধে জগৎ বিখ্যাত।
৬২। প্রশ্ন : মালভূমি কাকে বলে?
উত্তর : উঁচুনীচু ঢেউ খেলানো ভূমিকে মালভূমি বলে?
৬৩। প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : সুন্দরবনের ব-দ্বীপ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
৬৪। প্রশ্ন : ব-দ্বীপ অঞ্চল কাকে বলে?
উত্তর : পশ্চিমবঙ্গের দক্ষিণে 'ব'এর মতো আকৃতি বিশিষ্ট অঞ্চলকে ব-দ্বীপ অঞ্চল বলে।
৬৫। প্রশ্ন : রয়েল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়?
উত্তর : সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার দেখা যায়।
৬৬। প্রশ্ন : আবহাওয়া কাকে বলে?
উত্তর : কোনো স্থানের দৈনিক গরম, ঠান্ডা, বৃষ্টিপাত প্রভৃতি অবস্থাকে আবহাওয়া বলে।
৬৭। প্রশ্ন : জলবায়ু কাকে বলে?
উত্তর : কোনো স্থানের এক বছরের আবহাওয়ার গতি প্রকৃতিকে জলবায়ু বলে।
৬৮। প্রশ্ন
জলবায়ু কীসের উপর নির্ভরশীল?
জলবায়ু জল, বায়ু ও তাপমাত্রার উপর নির্ভরশীল।
উত্তর :
৬৯। প্রশ্ন : আদিবাসী কাদের বলে?
উত্তর : কোনো অঞ্চলে আদিম লোকেদের আদিবাসী বলে।
৭০। প্রশ্ন : অধিবাসী কাদের বলে?
কোনো অঞ্চলের বসবাসকারী মানুষদের অধিবাসী বলে।
উত্তর :
৭১। প্রশ্ন : বক্রেশ্বর কী জন্য বিখ্যাত?
উত্তর : বক্রেশ্বর উষ্ম প্রস্রবণ ও স্বাস্থ্যকর স্থানের জন্য বিখ্যাত।
৭২। প্রশ্ন : কলকাতা কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর : কলকাতা হুগলী নদীর তীরে অবস্থিত।
৭৩। প্রশ্ন : কোন্ সম্প্রদায়ের লোকেরা মাথায় পাগড়ি পড়ে?
উত্তর : শিখ সম্প্রদায়ের লোকেরা মাথায় পাগড়ি পড়ে।
৭৪। প্রশ্ন : উৎসব কাকে বলে?
উত্তর : বিশেষ কোন দিনকে উপলক্ষ্য করে সকলে মিলিত হয়ে আনন্দ উপভোগ করাকে উৎসব বলে।
৭৫। প্রশ্ন : জীবিকা কাকে বলে?
উত্তর : মানুষ খেয়ে পরে বেঁচে থাকার জন্য বিভিন্ন কাজে নিযুক্ত হয়ে উপার্জন করাকে জীবিকা বলে।

Ananda marga school annual question 

আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য নীচে 👇👇👇 ক্লিক করুন ...
https://chat.whatsapp.com/LyZ2Y0EqnJ011I3h22oif8


https://www.facebook.com/profile.php?id=100064038185336

Any contract : pamps@post.com

website  -  biltusir.blogspot.com

telegram - Education
https://t.me/biltusirofficial

No comments:

Post a Comment

Greek civilization exercise answer । Ananda Marga school class 4 history Greek civilization question

1. Answer the following questions: • a) Where was Asia Minor? 👉 Asia Minor was located to the north-west of India. • b) Wha...