Friday 16 2025

Ananda marga school class 3 geography । আনন্দমার্গ স্কুল ক্লাস থ্রি ভূগোল পরিবেশ ও পরিবেশের উপাদান প্রশ্ন ও উত্তর

ANANDA MARGA SCHOOL 
                   
                    ভূগোল
                     STD-3
        পরিবেশ ও পরিবেশের উপাদান
              অনুশীলনী
১। সংক্ষিপ্ত উত্তর দাও :-
(ক) পরিবেশ কাকে বলে?
উত্তর: আমরা যেখানে বাস করি তার চারপাশের যা কিছু দেখতে পাই্ সেই সব কিছুকেই পরিবেশ বলে।
(খ) উদ্ভিদ খাদ্য তৈরীতে কোন গ্যাস গ্রহণ করে?
উত্তর: উদ্ভিদ খাদ্য তৈরীতে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে।
(গ) দূষিত জল পেটে গেলে কী রোগ হয়?
উঃ দূষিত জল পেটে গেলে কলেরা, আমাশয় ইত্যাদি পেটের রোগ দেখা যায়।
(ঘ) বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উঃ বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন পালিত হয়।
(ঙ) গ্রাম ও শহরের মধ্যে কোথায় দূষণ বেশী?
উঃ গ্রাম ও শহরের মধ্যে শহরের দূষণ বেশী।
(চ) পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?
 উঃ পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়। যথা ১) প্রাকৃতিক পরিবেশ ২) কৃত্রিম পরিবেশ।
২। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :-
(ক)পরিবেশই হল আমাদের বেঁচে থাকার রসদ।
(খ) পরিবেশ দূষিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়।
(গ) উদ্ভিদ আমাদের খাদ্য যোগায়।
(ঘ) শ্বাসকার্য চালাতে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি।
(ঙ) জলের অপর নাম 1
৩। বন্ধনী থেকে ঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থানে বসাও।
(ক) পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়। (দুই/চার)
(খ) মানুষকে সমাজবদ্ধ জীব বলে। (গাছপালা/মানুষ)
(গ) গাছপালা বা উদ্ভিদ আমাদের খাদ্য যোগায়। (খাদ্য/অখাদ্য)
(ঘ) গাছপালা মাটির ক্ষয় রোধ করে। (মাটির/গাড়ির)
(ঙ) শব্দ দূষণের ফলে মানুষ বধির হয়ে যায়। (জল/শব্দ)
৪। দু-চার কথায় উত্তর দাও:
(ক) বায়ু কীভাবে দূষিত হয়?
উঃ গাছপালা বা উদ্ভিদ কাটার ফলে বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এছাড়া কলকারখানার মোটরগাড়ির ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে বাতাসকে দূষিত করছে।
(খ) জল কীভাবে দূষিত হয়?
উঃ আমরা পুকুর বা নদীতে বাসন মাজি, কাপড় কাচি। গোরু-মোষের গা ধোয়াই, এতে জল দূষিত হয়। এছাড়া বাড়ির বা কলকারখানার দূষিত জল পুকুর বা নদীতে ফেলার ফলে জল দূষিত হয়।
(গ) শব্দ কীভাবে দূষিত হয়?
উঃ পরিবেশকে দূষিত করতে শব্দও বিশেষভাবে দায়ী। অনেকে যত্রতত্র উচ্চৈঃস্বরে মাইক বাজিয়ে, পটকা ফাটিয়ে আনন্দ উপভোগ করে। মোটর গাড়ির আওয়াজ ও হর্নের তীব্রতা দিনে দিনে বেড়েই যাচ্ছে।
(ঘ) পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে কী করা দরকার?
উঃ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এ কাজে এগিয়ে আসতে হবে ও জনসচেতনতা বাড়াতে হবে। সরকারও এই কাজে এগিয়ে এসেছে ও বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
পরিবেশ দিবস পালন করি।
(ঙ) দূষণের কুফলগুলি লেখ।
উঃ উল্লেখযোগ্য কুফল হলো: শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ, ক্যান্সার, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া, জীববৈচিত্র্য হ্রাস এবং অর্থনৈতিক ক্ষতি।

No comments:

Post a Comment

Greek civilization exercise answer । Ananda Marga school class 4 history Greek civilization question

1. Answer the following questions: • a) Where was Asia Minor? 👉 Asia Minor was located to the north-west of India. • b) Wha...