Thursday 17 2025

ananda Marga school class 4 stuvol Ananda vanii Prabhat samgiita SAMSKRTA SHLOKAS

ANANDA MARGA SCHOOL
[CLASS-4]
STUVOL
2nd Terminal Examination
1. আনন্দ-বাণী
Educated are those who have learnt much, remembered much and made use of their knowledge in practical life. Their virtues shall I call by the name of education. – Sri Sri Anandamurtiji
যারা অনেক কিছু শিখেছে, অনেক কিছু মনে রেখেছে এবং বাস্তব জীবনে তাদের জ্ঞানকে কাজে লাগিয়েছে, তারাই শিক্ষিত। তাদের গুণাবলীকে আমি শিক্ষার নামে ডাকব। - শ্রী শ্রী আনন্দমূর্তিজি
2. সংস্কৃত-শ্লোক
উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ নিবোধত। ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গংপথস্তদ্‌ কবয়ো বদন্তি।।
3. প্রভাত সঙ্গীত
আমার গ্রামে যাইও রে বন্ধু সুবর্ণরেখা পার।
সুবর্ণরেখা পার রে বন্ধু সুবর্ণরেখা পার।
 পথটি বেয়ে সমুদ্র কিনার।
সেথায় যখন সূর্য ওঠে আকাশ সাগর রঙে ফোটে।
মনের মাঝে সেরঙ জাগায় আনন্দ অপার।।
সুবর্ণরেখা কাজু বাদাম বনের মাঝে রঙীন পাখী সদাই নাচে। গাঙ চিলেরা দুর বিদেশে করে পারাপার।।
সুবর্ণরেখা নৌকা খুলে দূরের গানে নাবিকে ধায় স্রোতের টানে।
ছোটে সে জলধির পানে ভিন্ন চিন্তা তার।। সুবর্ণরেখা......................
4. প্রভাত সঙ্গীত
অরুণ তোমার ভোরের আলোয় আমায় সঙ্গে নেবে না।
বিশ্ব ভুবন রাঙিয়ে আমার সঙ্গে কথা কবে না।।
 চলবো তোমায় সঙ্গে নিয়ে তোমার রঙে রঙ মিলিয়ে।
সকল প্রানকে রঙীন করে জাগিয়ে নোতুন চেতনা।।
আমায় সঙ্গে.. সবার হিয়ায় করে নেব ঠাঁই, সবাই আপন পর কেহ নাই।
একই ধারায় এসেজি গো একেরই নিয়ে ভাবনা।।
আমায় সঙ্গে.....................
অনলাইন ক্লাস, অফলাইন নোটস
যোগাযোগ করুন –
BILTUSIR
+91 7318792545
Whatsapp and telegram
Telegram channel – Biltusir official
YouTube channel – Biltusir official , Biltusir study, Biltusir Amps
Website – biltusir.blogspot.com

No comments:

Post a Comment

Greek civilization exercise answer । Ananda Marga school class 4 history Greek civilization question

1. Answer the following questions: • a) Where was Asia Minor? 👉 Asia Minor was located to the north-west of India. • b) Wha...