[CLASS- STD-3]
SUBJECT – হট্টমেলার দেশ
এগারো অধ্যায় প্রশ্ন উত্তর
১। নিম্নে লিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখ:
(ক) গাৰ ফল কী?
উত্তর: বড় জাতের কেন্দু ফল।
(খ) কার গলায় গাৰ ফল আটকেছিল?
উত্তর: দাঁড়কাকের গলায় গাৰ ফল আটকেছিল।
(গ) কাকের পায়ে কতগুলি আঙ্গুল?
উত্তর: কাকের পায়ে দশটি আঙ্গুল।
(ঘ) কে গলায় গাৰ আটকে মরেছিল?
উত্তর: দাঁড়কাকের গলায় গাৰ আটকে মরেছিল।
২। নিম্নে লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখ:
(ক) ডাক্তার-বদ্যিরা কী জানতো?
উত্তর: পৃথিবীর সব ডাক্তার – বদ্যিরা জানতো , কাকটা ভীষন লোভী।
(খ) কাক কী প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: কাক ৰললে-ক্ষেপেছো কৰরেজ মশায়, এই আমি তোমাকে গড় করে' দু' পায়ের দশটা আঙ্গুলের নখ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর জন্মে আমি কখনও গাৰ খাৰো না।
(গ) কবরেজ মশায় নরুণ দিয়ে কী করেছিল?
উত্তর: কৰরেজ মশায় তখন ধারালো নরুণ আগুনে পুড়িয়ে নিয়ে ওর গলায় আটকে থাকা গাৰ ফলটা চার টুকরো করে কেটে দিলেন।
(ঘ) কীভাবে দাঁড়কাক নিঃশ্বাস ফেলে বাঁচল?
উত্তর: কবরেজ মশায় গাব ফলটি চার টুকরো করে কেটে দিতেয় দাঁড়কাক নিঃশ্বাস ফেলে বাঁচল।
৩। নিম্নে লিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর লেখ:
(ক) গাৰ ফল খেয়ে কাকের কী অবস্থা হয়েছিল?
উত্তর: কিছুদিন পরে গলায় গাৰ আটকে ওই দাঁড়কাকটা মরে গেল। সে ছিল অত্যন্ত লোভী। তাই আজ কাক-ভুত হয়ে আকাশে উড়ছে।
(খ) গেৰো-কাক মরবার আগে কী করেছিল?
গেড়ো-কাক মরার আগে তার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছিল এবং সেগুলোকে শুধরে নেওয়ার কথা ভেবেছিল।
(গ) গেবো-কাক মরবার পরে কী হল?
উত্তর: গেবো -কাক মরার পর কাক-ভূতে পরিণত হয়েছিল এবং তাকে কাক-ভূত জীবন থেকে মুক্তি পেতে কিছু কাজ করতে হয়েছিল।
(ঘ) গেৰো-কাক কীভাবে কাক-ভূত জীবন থেকে নিস্তার পাবে?
উত্তর: গেবো -কাককে কাক-ভূত জীবন থেকে নিস্তার পেতে হলে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে এবং ভালো কাজ করে আত্মিক শান্তি লাভ করতে হবে।
৪| গেৰো-কাকের গল্প পড়ে কী শিক্ষা লাভ করলে?
উত্তর: গেবো-কাকের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে, জীবনে ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়া এবং ভালো কাজ করা অত্যন্ত জরুরি। এটি আমাদের আত্মিক শান্তি এবং প্রকৃত মুক্তি এনে দেয়।
অনলাইন ক্লাস, অফলাইন নোটস
যোগাযোগ করুন –
BILTUSIR
+91 7318792545
Whatsapp and telegram
Telegram channel – Biltusir official
YouTube channel – Biltusir official , Biltusir study, Biltusir amps
Website – biltusir.blogspot.com
No comments:
Post a Comment