Monday 18 2025

hattamelar desh chapter 10 question answer

ANANDA MARGA SCHOOL
[CLASS- STD-3]
SUBJECT – হট্টমেলার দেশ
দশ অধ্যায় প্রশ্ন উত্তর
১। নিম্নে লিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখ:
(ক) রাজকুমার কীসের অপেক্ষায় বসেছিল?
উত্তর: রাজকুমার ব্রাম্ভ্র মুহূর্তের অপেক্ষায় বসে রইল।
(খ) ব্রাহ্ম মুহূর্তে রাজকুমার কী করেছিল?
উত্তর: ব্রাহ্ম মুহূর্তে সে ভগবানকে স্মরণ করে তার গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলে।
(গ) তালগাছের মাথাতে কী ছিল?
উত্তর: তালগাছের মাথাতে লেপ – তোষক, খাট, বিছানা , টেবিল,চেয়ার, কুঁজো,গেলাস সব কিছুই রয়েছে কিন্তু কোনো মানুষ নেই।
(ঘ) তালগাছের পাশেই কী ছিল?
উত্তর: তালগাছের পাশেই রয়েছে একটি চকলেটের গাছ।
২। নিম্নে লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখ:
(ক) আসকে পিঠের গাছের তলায় কী ছিল?
 উত্তর: আসকে পিঠের গাছের তলায় এখানে ওখানে বেশ কয়েকটি গোটা , ভাঙ্গা পিঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
(খ) অভিজিৎ কোথায় ভাজা পিঠে খেয়েছিল?
উত্তর: অভিজিৎ বনের মধ্যে একটি ভাজা পিঠের গাছ থেকে ভাজা পিঠে পেড়ে খেয়েছিল।
(গ) অভিজিৎ কোথায় গো-ভুত দেখেছিল?
উত্তর: অভিজিৎ ৰসে ৰসে পিঠে খাচ্ছে আর নজর রেখেছে আসকে পিঠে গাছটার উপর। এমন সময় সে দেখলে-তার পুলি পিঠের গাছটার নীচে দাঁড়িয়ে আছে একটা গো-ভুত।
(ঘ) কী কারণে গো-ভূত পিঠে খেল না?
উত্তর: গো-ভুত বললে-আমি এখন পেট ভরে জাৰ খেয়ে এসেছি। তাই আমি এখন পিঠে খাৰো না।
৩। নিম্নে লিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর লেখ:
(ক) একানড়ে ভুতের পরিচয় লেখ।
উত্তর: পাশের তালগাছটিতে একানড়ে ভুত বাস করে। লোকটি ৰড় সভ্য, ভদ্র ও শিক্ষিত।গো-ভুতের পুরো নাম শ্রীযুক্ত একানড়ে ভট্টাচার্য, এম এ, এল এল বি, এম এস সি, ডি লিট, এম্ কম্, কাব্য-সাংখ্য-ব্যাকরণতীর্থ ও তর্কচঞ্চু।
(খ) কী কারণে গরীৰ ভুতেরা নরকেই থেকে যায়?
উত্তর: শ্রাদ্ধের প্রচণ্ড খরচ হয়। লোকে পাপ করে ভুত হয় কি না! তাই বেশী খরচ করে শ্রাদ্ধ না করলে সে স্বর্গে যেতে পারে না। গরীৰ ভুতেরা তাই নরকেই থেকে যায়। কে আর তাদের জন্যে বেশী টাকা খরচ করে শ্রাদ্ধ করৰে।
(গ) ব্রহ্মদত্যি কী করেছিল?
উত্তর: ক’দিন ধরে একটা ব্রহ্মদত্যি পুরোহিতকে লম্বা একটা ফর্দ নিয়ে তার পাশে পাশে ঘুর-ঘুর করছে।
(ঘ) গো-ভূত রাজকুমারকে কী বলেছিল?
উত্তর: গো-ভুত বলেছিল -একনড়ে এলে তুমি তার সঙ্গে ভাব করে নিও। তিনি খুৰই পরোপকারী।
৪। নিম্নে লিখিত প্রশ্নের উত্তর নিজের বুদ্ধিতে লেখ: অভিজিৎ কী কারণে গাছে উঠেছিল?
উত্তর: অভিজিৎ সেখান থেকেই দেখলে একটা ভাজা পিঠের গাছ। সে তরতরিয়ে সেই গাছে গিয়ে উঠে ৰসলো-দু'-একটা ভাজা পিঠে খেলেও। পিঠেগুলো ভারী সুস্বাদু। নদীয়ার সেরা সোণামুগের ডালে তৈরী আর তার ভেতরে রয়েছে নারকোলের ছাঁই-ৰেশ গরমাগরম-একেবারে খোলা থেকে নোলা! সে বসে ৰসে কয়েকটা ভাজা পিঠে খেয়ে তারপর ভাবলে-সামনে যে গাছটা রয়েছে ওটায় ৰসলে আঙ্কে পিঠের গাছটার ওপর ভাল ভাবে নজর করা যাৰে।
অনলাইন ক্লাস, অফলাইন নোটস
যোগাযোগ করুন –
BILTUSIR
+91 7318792545
Whatsapp and telegram
Telegram channel – Biltusir official
YouTube channel – Biltusir official , Biltusir study, Biltusir amps
Website – biltusir.blogspot.com

No comments:

Post a Comment

Greek civilization exercise answer । Ananda Marga school class 4 history Greek civilization question

1. Answer the following questions: • a) Where was Asia Minor? 👉 Asia Minor was located to the north-west of India. • b) Wha...