ANANDA MARGA SCHOOL
CLASS – 3
হট্টমেলার দেশ
চোদ্দ
অনুশীলনী
১। নিম্নে লিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখ:
(ক) কে গাছের গায়ে টোকা মারবে?
উত্তর: অভিজিত।
(খ) কে শত্রুকে পগার পার করে দেবে বলেছিল?
উত্তর: গো-ভুত।
(গ) গাছের তলায় কে বসেছিল?
উত্তর: ডাউনী বুড়ী ।
(ঘ) কে অভিজিতের কাছে পুলি পিঠে চেয়েছিল?
উত্তর: ডাইনী বুড়ী।
২। নিম্নে লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখ:
(ক) কী কারণে বুড়ী ব্যাগের মুখ বন্ধ করেছিল?
Answer: রাজকুমার জোরে জোরে চিৎকার করছিল, যাতে তার চিৎকার শুনে কেউ তাকে সাহায্য করতে না আসে, তাই বুড়ী ব্যাগের মুখ ভালো করে বন্ধ করে দিয়েছিল।
(খ) বুড়ী কখন হেলিকপ্টারে উঠেছিল?
উত্তর: বুড়ি রাজকুমারকে নাইলনের ব্যাগে ভরে তার মুখ ভালো করে বন্ধ করে দেওয়ার পর হেলিকপ্টারে উঠেছিল।
(গ) কে চিলেকোঠায় নেবেছিল?
উত্তর: ডাইনী বুড়ী অভিজিৎকে নিয়ে চিলে কোঠায় নাড়লো।
(ঘ) কী কারণে বুড়ী কুলোর বাতাস করেছিল?
উত্তর: বুড়ী অভিজিৎকে কুকুর বানানোর জন্য কুলোর বাতাস করেছিল।
৩। নিম্নে লিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর লেখ:
(ক) হঠাৎ ভরদুপুরে কী হয়েছিল?
উত্তর: ভরদুপুরে হঠাৎ প্যাঁচারা ডেকে উঠেছিল, ফেউয়ের দল ফেউ-ফেউ শব্দ করে উঠেছিল এবং বাঁদরেরা হুপ-হুপ করতে শুরু করেছিল।
(খ) বুড়ীর চেহারা ও সাজ-পোষাকের বর্ণনা লেখ।
উত্তর: বুড়ীটার নাকটা তিন হাত লম্বা, চোখ দু’টো পাঁচ নম্বর ফুটবলের মতন-তা দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। বুড়ির কাণের কাণৰালাগুলো আড়াই মণ
ওজনের পাকা সোণা দিয়ে তৈরী। বুড়ির নাকের নোলক্টা সাত আট ফুট লম্বা। বুড়ির নাকের নথটা এত বড় যে অনায়াসে তার ভেতর দিয়ে সাত শ’টা ৰগিথালা গলে যেতে পারে।
(গ) কে অতিষ্ঠ হয়েছিল ও কী করেছিল?
উত্তর: পাঠ্যংশ অনুযায়ী, ভোঁ-ভোঁ-ভোঁ-ভোঁদা মুখুজ্জ্যে কুকুর জীবনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল।
সে ডাইনীর পা ধরে তাকে মানুষের শরীর ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। সে ডাইনীর কেনা গোলাম হয়ে থাকার এবং দিনে সাতশ’ বার তার গোদা পায়ের লাথি খাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল।
(ঘ) একানড়ে রাজকুমারকে কী বলেছিল?
উত্তর: একানড়ে রাজকুমারকে বলেছিল যে সে যদি কোনোদিনও অবাধ্য না হয়, তবে তাকে মানুষের শরীর ফিরিয়ে দেওয়া হবে।
৪। নিম্নে লিখিত প্রশ্নের উত্তর নিজের বুদ্ধিতে লেখ: অভিজিৎ কীভাবে মধুমিতার কাছে গিয়েছিল?
উত্তর: অভিজিৎ মধুমিতার কাছে গিয়েছিল কারণ সে মধুমিতার দাদা এবং ডাইনীর জাদুস্পর্শে সে কুকুর হয়ে গিয়েছিল। গল্পে বুড়ি ডাইনী রাজকুমারকে একটি নাইলনের ব্যাগে ভরে হেলিকপ্টারে করে তার চিলেকোঠায় নিয়ে যায় এবং মন্ত্র পাঠ করে তাকে কুকুরে রূপান্তরিত করে।
অনলাইন ক্লাস, অফলাইন নোটস
যোগাযোগ করুন –
BILTUSIR
+91 7318792545
Whatsapp and telegram
Telegram channel – Biltusir official
YouTube channel – Biltusir official , Biltusir study, Biltusir amps
Website – biltusir.blogspot.com
No comments:
Post a Comment