ANANDA MARGA SCHOOL
CLASS – 3
হট্টমেলার দেশ
Chapter 17
হট্টমেলার দেশ গল্পের
সতের অধ্যায় এর প্রশ্ন উত্তর
অনুশীলনী উত্তর
১। নিম্নে লিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখ।
(ক) প্রথমে কে তাদের বাবার কাছে গিয়েছিল?
👉 অভিজিৎ এবং মধুমিতা প্রথমে তাদের বাবার কাছে গিয়েছিল।
(খ) প্রথমে কে কুলোর হেলিকপ্টারে বসেছিল?
👉 অভিজিৎ এবং মধুমিতা কুলোর হেলিকপ্টারে উঠে বসেছিল।
(গ) কুলোর হেলিকপ্টার কোন দিকে এগিয়ে চলেছিল?
👉 হট্টমালার রাজধানীর দিকে।
(ঘ) কুলোর হেলিকপ্টারে আকাশ পথে কে চলেছিল?
👉 অভিজিৎ এবং মধুমিতা ভাই-বোন। তারা তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য কুলোর হেলিকপ্টারে চড়েছিল।
২। নিম্নে লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখ:
(ক) কে বিমানযান পাঠিয়েছিল ডাইনীবুড়ীর রাজ্যে?
👉 ছেলেমেয়ের মুখে সব কথা শুনে রাজামশায় ডাইনীবুড়ির রাজ্যে কিছু বিশেষ ধরনের বিমানযান পাঠিয়েছিলেন।
(খ) কে বিদায় অভিনন্দন জানিয়েছিল?
👉 ভোঁ-ভোঁ-ভোঁ-ভোঁদা মুখুজ্যে রাজকুমার-রাজকুমারীদের বিদায় অভিনন্দন জানাতে এসেছিল।
(গ) কে পিকনিকের ব্যবস্থা করেছিল?
👉 রাজামশায় পিকনিকের ব্যবস্থা করেছিলেন।
(ঘ) কে রকেটে করে নিজের রাজ্যে ফিরে গিয়েছিল?
👉 পরের দিন সমস্ত রাজা-রাণীরা তাঁদের ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে রকেটে করে নিজের নিজের রাজ্যে ফিরে গিয়েছিলেন।
৩। নিম্নে লিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর লেখ:
(ক) কোথায় পিকনিক হয়েছিল?
👉 রাজধানীর সব চেয়ে বড় উদ্যানে।
(খ) পিকনিকে কী খাওয়া হয়েছিল?
👉কলকাতার সেরা সেরা ডাকসাইটে মিষ্টি।
(গ) কীভাবে ডাইনীবুড়ীর উপদ্রব থেকে মানুষ রেহাই পেয়েছিল?
👉ডাইনীবুড়ীর উপদ্রব থেকে মানুষ রেহাই পেয়েছিল কারণ সমস্ত রাজা-রাণীরা তাঁদের ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে রকেটে করে নিজেদের রাজ্যে ফিরে গিয়েছিলেন।
রাজামশাই সমস্ত রাজ্যের রাজা-রাণীদের খবর দিয়েছিলেন যে তাঁদের ছেলে-মেয়েদের উদ্ধার করে তাঁর বাড়িতে রাখা হয়েছে।
পরের দিন রাজা-রাণীরা তাঁদের ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে নিজেদের রাজ্যে ফিরে যান।
এই ঘটনার পরেই ডাইনীবুড়ীর উপদ্রব থেকে মানুষ আপাততঃ রেহাই পায়।
(ঘ) কলকাতার মিষ্টি সম্বন্ধে সকলে কী বলেছিল?
👉কলকাতার মিষ্টি খুব ভালো এবং তারা প্রতি বছর ছেলেমেয়েদের নিয়ে মিষ্টি খেতে কলকাতায় আসবেন।
৪। নিম্নে লিখিত প্রশ্নের উত্তর নিজের বুদ্ধিতে লেখ: এই গল্প থেকে তোমরা কী শিক্ষা লাভ করলে?
👉এই গল্পের মূল শিক্ষা হলো, ভালো কাজের ফল ভালো হয়। রাজামশাই রাজপুত্র ও রাজকন্যাদের উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের যত্ন করেছিলেন। এর ফলস্বরূপ, তিনি সমস্ত রাজ্যের রাজা-রাণীদের প্রশংসা লাভ করেন এবং ডাইনীবুড়ীর উপদ্রব থেকে মানুষ মুক্তি পায়।
অনলাইন ক্লাস, অফলাইন নোটস
যোগাযোগ করুন –
BILTUSIR
+91 7318792545
Whatsapp and telegram
Telegram channel – Biltusir official
YouTube channel – Biltusir official , Biltusir study, Biltusir amps
Website – biltusir.blogspot.com
No comments:
Post a Comment